চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দেউন্দি শালটিলা চা বাগান বস্তি এলাকায় এক কবিরাজ খুন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাল টিলা বাঁশের ফুল নামক স্থানে (ছড়ার সামনে) এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই দিন কবিরাজ যুগল মোন্ডা (৪৫) (মোলা) কবিরাজীর কাজে ওই এলাকার মানিক ভৌমিকের বাড়ীতে চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে ওই স্থানে পৌছুলে তাকে একা পেয়ে পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার মৃত ছবি লাল মোন্ডার পুত্র মতিলাল মোন্ডা (২৫), বাঁশের লাঠি দিয়ে পিছন থেকে তার মাথায় আঘাত করে। সে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয় মাঠিতে লুঠিয়ে পড়ে। এ সময় তার শুরচিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে মৃত দেখতে পায়। পরে স্থানীয় চা বাগানের লোকজন ও মেম্বার রমেস মাল চুনারুঘাট থানাকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে এসআই হারুন আল রশিদের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মতিলাল মোন্ডাকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ। মৃত যুগল মোন্ডা ওই এলাকার রেঙ্গু মোন্ডার পুত্র। যুগলের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই কৃঞ্চমোন্ডা বাদী চুনারুঘাট থানায় হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।