এক্সপ্রেস ডেস্ক \ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে একবছরে ১০ হাজার পুলিশ সদস্যকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। শাস্তির মধ্যে রয়েছে জেল-জরিমানা, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, পদাবনতি ও ব্যক্তি সার্ভিস প্রোফাইলে বিরূপ মন্তব্য করা। পুলিশ সদর দপ্তরের প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিসিপ্লিন (পিএসডি) শাখা সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিদায়ী বছরে পুলিশের বিরুদ্ধে প্রায় ৩০ হাজার অভিযোগ জমা পড়ে পিএসডি শাখায়। এ সব অভিযোগের মধ্যে অনেক অভিযোগ রয়েছে উদ্দেশ্য প্রণোদিত। এরপরও প্রতিটি অভিযোগ পুলিশ সদর দপ্তর আমলে নিয়ে সংশ্লিষ্ট জেলা পুলিশ অথবা মেট্রোপলিটন পুলিশ বিভাগে পাঠায়। এদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ফৌজাদারি মামলায় গ্রেফতারও দেখানো হয়। পিএসডি শাখা সূত্রে জানা গেছে, ১০ হাজার পুলিশ সদস্যের মধ্যে ৭৬ জন পুলিশ সদস্য ফৌজদারি অপরাধে অভিযুক্ত। এই ৭৬ জনের মধ্যে ৭০ জন কনস্টেবল ও এসআই পদমর্যাদার সদস্য। বাকি ৬ জন রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার। এএসপি থেকে তদূর্ধ্ব পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অভিযোগ এনে ভুক্তভোগীরা পিএসডি শাখায় লিখিত অভিযোগ করেছেন। যা তদন্তাধীন রয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) নজরুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা দুইটি কারণে শাস্তিযোগ্য বিবেচিত হন। একটি হলো ফৌজদারি অপরাধ ও অপরটি কর্তব্যকাজে অবহেলা। কোনো পুলিশ সদস্য ফৌজদারি অপরাধের অপরাধি হলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।