শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ॥ আহত ১৩ হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন ॥ কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার জুমার খুৎবায় মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী ॥ সন্তানদের পিছনে খরচ করা দান সাদকার মতোই সওয়াব চুনারুঘাটের মাদক ব্যবসায়ী নাসিরনগরে গ্রেফতার মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ২৪ ঘন্টায় অর্ধকোটি টাকার মাদক জব্ধ করেছে বিজিবি হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ১৫ পরিবারকে জেলা পরিষদের ২ লাখ টাকা করে আর্থিক অনুদান চুনারুঘাটে ভাইকে পিটিয়ে হত্যা ॥ ছোট ভাই আটক

সন্ত্রাস নির্ভর রাজনীতি বন্ধে সাদা পতাকা র‌্যালী, মানববন্ধন দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় মানুষের জীবন হুমকির মুখে-চৌধুরী নোমান

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস নির্ভর রাজনীতি বন্ধ করতে হবিগঞ্জ জেলা সম্মিলিত নাগরিক আন্দোলন’র উদ্যোগে আলোচনা সভা, র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান’র উদ্যোগে হবিগঞ্জ বার লাইব্রেরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহরে সাদা পতাকাসহ মিছিল করে নাগরিক আন্দালনের নেতা কমীরা। এর আগে স্থানীয় কালেক্টরেট ভবনের সামনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। এর পূর্বে চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী লিটন, সাবেক পিপি এডঃ আব্দুস সবুর তরফদার বাবুল, এডঃ মতিউর রহমান সানু, এডঃ আব্দুল মালেক হৃদয়, এডঃ এনামুল হক, এডঃ সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ, মেম্বার আব্দুল মালেক, মেম্বার মানিক মিয়া, নানু মিয়া, এম এ রকিব জালাল, ডাঃ খায়ের উদ্দিন, মাওঃ ফরিদ আহমেদ, তাজুল ইসলাম, এস এম মানিক, আঃ হাকিম, মীর দুলাল, 1 copyফারুক আহমেদ, হাজী শীষ আলী, আব্দুস সোবহান, এমরান মিয়া, হীরা মিয়া, মনফর আলী, হাজী ফজলুর রহমান, দরবেশ আলী, লিটন মিয়া, ছালেক মিয়া, সফিক মিয়া, মোঃ আঃ মতিন, সামছুল আলম মহালদার, শুকুর সর্দার, এম এ মন্নান, আঃ ওয়াহেদ, সেলিম আহমদ, রুবেল, আঃ হান্নান, কাজল সরদার প্রমুখ। সভাপতির বক্তব্যে চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় মানুষের জীবন আজ হুমকির মুখে। দেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে না। ব্যবসায়ীরা তাদের ব্যবসার পূঁজি হারিয়ে আজ পথে বসছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। তিনি বলেন, সরকার নির্বাচনের নামে প্রহসনের খেলায় মেতে উঠছে। সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন- জনগণের জন্য সংবিধান, না সংবিধানের জন্য জনগণ। তিনি অবিলম্বে পাতানো নির্বাচন বন্ধের দাবী জানান। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো মানুষের প্রাণের আহাজারী বুঝতে ব্যর্থ হচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক উপায়ে শান্তিপ্রিয়ভাবে আন্দোলনের আহবান জানান। জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে এবং নির্বিচারে গুলি করে মানুষ হত্যা বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com