চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। উৎকোচ দাবী এবং দুর্নীতি দমন আইন ১৯৪৭ এর ৫ (ক) ধারায় সোমবার (১১ জানুয়ারী) হবিগঞ্জের স্পেশাল জজ আদালতে (বিজ্ঞ দায়রা জজ আদালত) এ মামলা দায়ের করেছেন উপজেলার গোলাগাও গ্রামের মৃত আঃ রেজ্জাকের পুত্র আব্দুল হামিদ। মামলাটি তদন্তের জন্য জেলার দুর্নীতি দমন কমিশনের ডেপুটি ডাইরেক্টরকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক। তদন্ত করে আগামী ১৪ এপ্রিলের মধ্যে আদালতে রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগে জানা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩)কে গত ৪ ডিসেম্বর ৪ যুবক অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীর চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ৮ ডিসেম্বর চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানার ওসি অমুল্য কুমার চৌধুরী অভিযোগটি রেখে এজাহার লিপিবদ্ধ না করে সময় ক্ষেপন করেন। এ অবস্থায় আব্দুল হামিদ গত ৮ জানুয়ারী হবিগঞ্জ পুলিশ সুপারকে মৌখিকভাবে অবহিত করেন। ওইদিন বিকেল অনুমান ৫ টার দিকে বাদী আব্দুল হামিদ চুনারুঘাট থানায় গেলে ওসি অমুল্য চৌধুরী ক্ষিপ্ত হয়ে তাকে গালমন্দ ও শারিরীক নির্যাতন করেন। অভিযোগে বলা হয়, পরে ওসি বাদী আব্দুল হামিদের কাছে ৫০ হাজার টাকা উৎকোচ দাবী করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে আবার চড়থাপ্তর দিয়ে থানা থেকে বের করে দেন ওসি। পরে তাকে বিভন্ন মামলায় জড়ানোর হুমকী দেয়া হয়। এতে আব্দুল হামিদ ভয়ে আত্মগোপন করেন। এদিকে মামলা আপোষের জন্য তাকে নানা ভয়ভীতি প্রদর্শন করছে বলেও বাদী অভিযোগ করেন। শেষ পর্যন্ত উপায়ান্তর না পেয়ে আব্দুল হামিদ ১১ জানুয়ারী ওসির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন পুলিশ অপহৃত তাহমিনাকে উদ্ধার করে হবিগঞ্জ আদালতে প্রেরণ করে। এ অবস্থায় ওসিকে দ্রুত প্রত্যাহারের দাবী জানিয়েছে।