স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার নিয়ামতপুর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, একই গ্রামে শ্রীধন সরকারের সাথে বিধু সরকারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিলাস সরকার (৩৪), মন্টু সরকার (৩০), বিধু সরকার (৩০), সুষমা সরকার (৪০), প্রণতি সরকার (২৬), শ্রমতি সরকার (৩২), সোনাক সরকার (৩৫), মনুলা সরকার (২০) ও নীলা সরকার (১৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।