অলিউর রহমান অলি, লন্ডন থেকে ॥ যুক্তরাজ্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি ও যুক্তরাজ্যস্থ চুনারুঘাট এসোসিয়েশনের সভাপতি, লন্ডনের কিংক্রসে অবস্থিত ইউরো তান্দুরীর সত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী গাজীউর রহমান এর আমন্ত্রনে লন্ডনে বসবাসকারী যুক্তরাজ্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর কর্মকর্তারা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিনের কারণে লন্ডন শহর ছিল সর্বত্র ফাঁকা, রাস্তায় যানবাহন ছিল কম দোকানপাট ছিল সব বন্ধ সর্বত্র ছিল ছুটির আমেজ। এরই মাঝে বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জে সবাই ইউরো তান্দুরী রেষ্টুরেন্টে জড়ো হন। দেখতে দেখতে ছোটখাট মিলন মেলায় পরিনত হয়। শুরু হয় হবিগঞ্জের উন্নয়ন ও রাজনীতি নিয়ে আলোচনা। আলোচনা সভায় যুক্তরাজ্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি এম এ আজিজ মুক্তিযুদ্ধে সিলেট বিভাগের গর্ব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী ও হবিগঞ্জের কৃতি সন্তান উপসর্বাধিনায়ক জেনারেল এম এ রব এর জন্ম ও মৃত্যুর তারিখ রাষ্ট্রীয় ভাবে পালন এবং সিলেটে ওসমানীর ও হবিগঞ্জে রব এর স্মৃতি স্তম্ভ নির্মাণ এবং শেরপুর ও তেলিয়াপারাকে স্মরনীয় করে রাখার উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। সভায় উপস্থিত সকলেই প্রস্তাবের প্রতি একমত পোষন করেন। আলোচনা শেষে গাজীউর রহমানের সৌজন্যে ভূড়িভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাজ্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সম্মানীত সভাপতি, বিলেতের বাঙ্গালী কমিউনিটির অন্যতম নেতা এম এ আজিজ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহসভাপতি ও যুক্তরাজ্যস্থ চুনারুঘাট এসোসিয়েশনের সভাপতি, লন্ডনের কিংক্রসে অবস্থিত ইউরো তান্দুরীর সত্বাধিকারী গাজীউর রহমান, যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফকরুল ইসলাম মধু, সহসভাপতি সর্দার আউয়াল চৌধুরী, যুক্তরাজ্যস্থ চুনারুঘাট এসোসিয়েশনের সাধারন সম্পাদক সৈয়দ শরীফ আহমেদ, শহীদুল আলম চৌধুরী বাচ্চু, এস এম কামাল, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, অলিউর রহমান, শিপলু আহমেদ, মাওলানা বদরুদ্দোজা চৌধুরী শামীম, কামাল চৌধুরী, যুক্তরাজ্য হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আল-আমিন মিয়া, মাসুক আহমেদ, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম, মাসুক মিয়া, সাইদুর রহমান, জালালুর রহমান সহ আরো অনেকে।