স্টাফ রিপোর্টার ॥ নারীদের সকল উন্নয়ন কাজে অংশগ্রহন বাড়ানো ও নারী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসার লক্ষে একত্রে কাজ করার সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয়েছে হবিগঞ্জ নারী উন্নয়ন ফোরামের দ্বিমাসিক সভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও চুনারুঘাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আবিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম খোদেজা খাতুন। বক্তব্য রাখেন, জেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেনা বেগম, কোষাধ্যক্ষ সাফিয়া খাতুন, সদস্য ইসরাত জাহান ডলি, হোসনে আরা, মোছাঃ জেবিনা আক্তার, মহালক্ষী রানী দাস, মোছাঃ মরিয়ম বেগম, জরিনা বেগম ও এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এ বি এস মাহবুবার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, নারী উন্নয়ন ফোরামের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।