স্টাফ রিপোর্টার \ নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মাল বোঝাই ইন্টার ডিস্ট্রিক ট্রাক আনায় আওয়ামীলীগ নেতা ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি হারুন মিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। হবিগঞ্জ-বনিয়াচং সড়কের একটি পাকা ব্রীজসহ নয়টি বেইলী ব্রীজ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি পাথর বোঝাই একটি ট্রাকসহ সুনারু গ্রামের নিকটবর্তী বেইলী ব্রীজটি ভেঙ্গে পড়লে দুই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক কষ্টে কর্তৃপক্ষ মাটি ভরাট করে বিকল্প ব্যবস্থায় যোগাযোগ স্বাভাবিক করেন। কিন্তু অন্যান্য ঝুঁকিপূর্ণ ব্রীজগুলো টিকিয়ে রেখে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে মাল বোঝাই ট্রাক চলাচল বন্ধের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ জন্য হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান বিভিন্ন কর্মসূচীতে বক্তব্য রাখার সময় নিষেধাজ্ঞা অমান্য করার ব্যাপারে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন। সম্প্রতি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায়ও আলোচনা করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামীলীগ নেতা ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি হারুন মিয়া ট্রাক যোগে রড-সিমেন্ট আমদানি করছেন। গতকাল রাত পৌনে ৮টায় তিনটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৮-৯১৩০, ঢাকা মেট্রো-ট-১৪-১৪২৮, ঢাকা মেট্রো-উ-১৪-১৩৮৯) বোঝাই করে মাল আমদানি করার সময় বড়বাজারস্থ শহীদ মিনার এলাকায় উপস্থিত জনতা ট্রাকগুলোর গতিরোধ করে চালকদের জিজ্ঞাসাবাদ করলে তারা হারুন মিয়ার মাল আনার কথা জানান। এদিকে রাত সোয়া ৯টার দিকে আরও একটি ট্রাকযোগে (বগুড়া-ট-১১-১৫১২) তার মাল আনার খবর পাওয়া যায়। এ সময় জনতা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেন হারুন মিয়া কি এমপি’র চেয়ে প্রভাবশালী? জনতা হারুন মিয়ার এহেন কার্যকলাপের বিচারের দাবীও জানান। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জকে অবগত করা হলে তিনি জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে সন্ধ্যায় মাল বোঝাই ট্রাক আমদানি করা হয়েছে। সন্ধ্যার পর রাতে সড়কে পুলিশের টহল শুরু হওয়ার পূর্ব মুহুর্তে এ কাজটি করা হয়েছে। দিনের বেলা আনলে ট্রাক আটক করা হবে তাই দিনে আনা হয়নি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।