স্টাফ রিপোর্টার \ শহরের আলোচিত ভুয়া ডিবি অফিসার ল্যাংড়া কাউসারের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে তাকে হাজির করে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন। কাউসার সদর উপজেলার হাতিরথান গ্রামের আবু তৈয়বের পুত্র। সে দীর্ঘদিন ধরে শহরের মোহনপুর এলাকায় নানার বাড়িতে বসবাস করে সিআইডির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিল। সে কখনো নিজেকে সিআইডি অফিসার, কখনো ডিবির এসআইসহ বিভিন্ন পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে জনৈক যুবতীকে ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২৪ ডিসেম্বর সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ অভিযান চালিয়ে মোহনপুর তার নানার বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, সে ভুয়া ডিবি অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো। সে কারাগারেই রয়েছে বর্তমানে।