স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরতলী এড়ালিয়ায় ইমাম আহমেদ রেযা হাফিজিয়া মাদ্রাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে সৌর বিদ্যুতের চোলার প্যানেলসহ মাদ্রাসার বিভিন্ন মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মাদ্রসার শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৌর বিদ্যুতের চোলার প্যানেল আগুনের সূত্রপাত হয়। পরে এ আগুন মাদ্রাসার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এতে মাদ্রাসার বিভিন্ন মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। পরে শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও মাদ্রাসার কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।