প্রেস বিজ্ঞপ্তি \ আগামী ১৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আসছেন বিশ্বের ৭০টি দেশের পবিত্র হিফযুল কোরআন প্রতিযোগীতায় ১ম স্থান অধিকারী আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত হাফেজ নাজমুল সাবিক। ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত জেলা কাউন্সিল ও হামদ এবং নাত মাহফিলে তিনি যোগদান করবেন। এ ছাড়াও বিশ্বে তৃতীয় স্থান অধিকারী হাফেজ আব্দুলাহ আল মাহমুজসহ ঢাকা-সিলেটের খ্যাতিমান ইসলামী সংগীত শিল্পীরা উক্ত অনুষ্ঠানে আসবেন।
অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে গতকাল জেলা ছাত্র জমিয়তের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ তাফহুমুল হক। সদস্য সচিব এখলাছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অনুষ্ঠান আহŸায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, হাফেজ সাইফুর রহমান, আশিকুর রহমান, হাফেজ তাওহীদুল ইসলাম, হোসাইন খান তাহা, হাফেজ ওয়াসিক বিলাহ, ইসমাঈল, হাফেজ মোতাহির আহমদ, ফখরুল ইসলাম মুনিব প্রমূখ।