স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত কৃষি শিল্প ও বাণিজ্য মেলা ২০১৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে চেম্বার অব কমার্স। গতকাল দুপুরে চেম্বার ভবনে চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সভপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মিজানুর রহমান শামীম, দুলাল সূত্রধর, জয়নাল আবেদীন, কায়ছার আহমেদ চৌধুরী জনি, ফখরুল আলম বাবুল, এন এম ফজলে রাব্বি রাসেল প্রমূখ। সভায় চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম শিল্প ও বাণিজ্য মেলা সফল ভাবে সম্পন্ন করতে সাংবাদিক সহ সকলের সহযোগী কামনা করেন।