নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল আয়োজিত ক্রিকেট চ্যালেঞ্জিং ট্রপির ফাইনাল সম্পন্ন হয়েছে। উপজেলার সেরা ৮দল নিয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের ফাইনাল গতকাল দুপুরে স্থানীয় জাঙ্গাল পাড়া মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখী হয় স্বাধীন বাংলা ক্রিকেট ক্লাব বনাম ইলিভেন ব্যাটলিয়ান। উত্তেজনা পূর্ণ খেলায় ৩৬ রানে বিজয়ী হয় স্বাধীন বাংলা ক্রিকেট ক্লাব। অনাড়ম্বর অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্র্রপি ও প্রাইজমানি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় দৈনিক মাতৃভূমির (অধুনালুপ্ত) সাবেক সম্পাদক ও প্রকাশক উপজেলার ঐতিহ্যবাহি কীর্তি নারায়ন কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাস। সভাপতিত্ব করেন সোনার বাংলা একাডেমি এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক এম এ বাছিত। সহকারী শিক্ষক মোঃ আখলাকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সোনার বাংলা একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ সুমন মিয়া, রবিন্দ্র পাল, অঞ্জন রায়, তাপস সূত্রধর, অফিস সহকারী এম মুজিবুর রহমান প্রমূখ। প্রধান অতিথির দেয়া বক্তব্যে বীর মুক্তিযুদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাস বলেন, শিক্ষা স¤প্রসারণ ও সামাজিক উন্নয়নে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাই স্কুলের নানামুখী উদ্যোগ প্রশংসার দাবিদার। আগামী জেএসসি পরীক্ষায় উত্তীর্ন অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীকে এসএসসি পর্যন্ত প্রতিমাসে ১ হাজার টাকা মেধা বৃত্তি প্রদানের ঘোষণা দেন বীর মুক্তিযুদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাস।