স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের কৃতী সন্তান বৃহত্তর সিলেটের গৌরব তৎকালীন চীপ অফ স্টাফ ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের উপ-সর্বাধীনায়ক মেজর জেনারেল এম এ রব বীরউত্তম (পিএসসি,এমএনএ) এর ৯৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় জেনারেল এম এ রব গবেষণা পরিষদের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মুক্তিযুদ্ধের উপ-সর্বাধীনায়ক মরহুম মেজর জেনারেল এম এ রব বীরউত্তম স্মৃতি গ্রন্থাগার ও যাদুঘর হল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্ঠা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার এডঃ মোহাম্মাদ আলী পাঠানের সভাপতিত্বে সভায় মুখ্য বক্তব্যদেন হবিগঞ্জ জেলায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মাদ শাহজাহান, গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উজ্জ্বীবক মাওলানা কে এম এ ওয়াহাব নাঈমীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বানিয়াচং আজমিরিগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী দিলীপ কুমার বণিক, এডঃ আলাউদ্দিন তালুকদার, এডঃ এস এম ইলিয়াছ, এডঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্যারেড কমান্ডার কাজী গোলাম মুরতুজা, হাজ্বী জিতু মিয়া, আব্দুল বাছিত, কবি এম এ ওয়াহিদ, প্রধান শিক্ষক মামুনুর রশিদ চৌধুরী, এডঃ কামাল আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, এ এস এন এম এ মায়িদ, মাওঃ ক্বারী হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আরব আলী খাঁ, সালাহ উদ্দিন মিয়া, ডাঃ মিজানুর রহমান, কাজী আব্দুল কাইয়ুম, আব্দুল আলীম আব্দাল, ক্বারী আখলাকুর রহমান, রেজাউল চৌধুরী, মুজাহিদ আহমদ চৌধুরী, ফয়সল আহমদ, তানভীর আহমদ, সনজয় রায়, কবি সিদ্দিকি হারুন, মোতাব্বির হোসেন, এডঃ এম এ কাইয়ুম, সৈয়দ রাশিদুল হক রুজেন, সাদিকুল রহমান, হিরা মিয়া, মাওঃ আল আমিন প্রমুখ। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ তাদের বক্তব্যে বলেন ৯৭ তম জন্মদিনে জেনারেল এম এ রব গবেষণা পরিষদের দাবী হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে জেনারেল এম এ রব আঞ্চলিক মহাসড়ক ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে র্নিমাণাধীন ১১তলা ভবণকে জেলারেল এম এ রব আধুনিক জেলা সদর হাসপাতাল নামকরণ করা হউক এবং পাঠ্যপুস্তকে তার জীবনি তুলে ধরা হউক।