প্রেস বিজ্ঞপ্তি \ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা সম্মেলন ও র্যালি সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টায় বেবিস্ট্যান্ডস্থ আলিফ কমিউনিটি সেন্টারে জেলা সভাপতি মঈনুদ্দীন খান তানভীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কে এম তাজুল ইসলামের সঞ্চালনায় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই। প্রধান আলোচক ছিলেন, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল শেখ ফজলুল করীম মারুফ। পরে বাদ আছর একটি বিশাল বর্নাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো প্রদক্ষনি করে। অনুষ্ঠান শেষে প্রধান আলোচক ২০১৬-২৭ সেশনের জন্য মোঃ মোনায়েম খন্দকারকে সভাপতি ও আশরাফ আকবর চৌধুরীকে সহ-সভাপতি ও কে এম তাজুল ইসলামকে সাধারন সম্পাদক করে কার্যকরী কমিটি ঘোষনা করেন।