প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ সদর উপজেলায় সুলতানশী হাবিলীর সৈয়দ আব্দুর রহিম আল হোছাইনী (রহঃ) ওরপে ডুগা মিয়া সাহেবের স্ত্রী ও পীরজাদা সৈয়দ রফিকুল হোছাইন সাহেবের আম্মা সৈয়দা আয়মন নেছা খাতুন শুক্রবার বিকাল ৩.০৫ মিনিটে সুলতানশী নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহী….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার সকাল ১১টায় সুলতানশী হাবিলীর ঈদগাহ প্রাঙ্গণ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক ভক্ত ও মুরিদান জানাযার নামাজে শরীক হন। জানাযা নামাজে ইমামতি করেন সুলতানশী হাবিলীর গদিনিশীন ও সাজ্জাদানিশীন পীরজাদা সৈয়দ হাছান ইমাম হোছাইনী চিশতী ওরপে আউলিয়া মিয়া সাহেব। জানাযা নামাজের পরে সুলতানশীর মাজার প্রাঙ্গণে দাপন করা হয়। তার মৃত্যুতে সকল ভক্ত ও মুরিদানের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে।