নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম গত ৩০ জানুয়ারীর অনুষ্টিত পৌরসভার নির্বাচনে নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে তৃতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ সংবাদ পত্র এজেন্ট পরিবার এবং পত্রিকার হকার সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রবিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ পত্র এজেন্ট মোঃ মোশাহিদ আলী ও মিয়াধন মিয়ার নেতৃত্বে শুভেচ্ছা জানানোর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সময় পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক জাকিরুল ইসলাম, হকার সমিতির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাজন মিয়া, মোঃ আব্দুর রহিম, প্রচার সম্পাদক আল আমীন আহমেদ, ইছমত আলী, আবুল কালাম আজাদ, ফখরুল ইসলাম, সোহেল মিয়া, আলাল মিয়া, বুলবুল মিয়া, জুবেদ মিয়া, জুয়েল মিয়া, মোস্তাফিজুর রহমান, অরবিন্দু দাশ, রতন দাশ ও লিংকন মিয়া প্রমূখ।