বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গ উপজেলা সদরে শীতার্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ১০ জানুয়ারী রবিবার সকাল ১১টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স প্রাঙ্গনে মন্ত্রনালয় থেকে প্রাপ্ত কম্বল হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতি সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসটি ফ্যাসিলিটেটর একে আজাদ, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক আজাদুল ইসলাম, মোবাশ্বির আহমদ, মেম্বার নুরুল ইসলাম, শিরিকা বেগম, সাবেরা বেগম, আম্বিয়া বেগম, আয়ুব আলী, নুর আহাম্মদ, টিসি বুলবুল ধর, উদ্যোক্তা আনছার আলী প্রমুখ।