চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মীর হাজী ছফিনা খাতুন (৭৫) গত শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি….রাজিউন)। মীর হাজী ছফিনা খাতুনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। জানাযার নামাজে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান ব্যক্তিবর্গ। শনিবার দুপুরে শাহ ঈদগাঁ বড় মসজিদ কেউন্দা গ্রামে জানাযা অনুষ্ঠিত হয়। পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৪ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। উলেখ্য যে, হবিগঞ্জ প্রতিদিনের ভ্রাম্যমান প্রতিনিধি, সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাজী ও সাংবাদিক মিজানুর রহমান মিজানের নানু মীর হাজী ছফিনা খাতুন। তিনি তার নানুর আত্মার মাগফেরাত কামনা করেন।