নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকা হিসেবে খ্যাত গজনাইপুর ইউনিয়নের শতক কামারগাঁও গ্রামে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল বাড়ির গৃহকর্তা শফিউল আলম বজলুসহ পরিবারের লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে স্বর্ণালংকার, দামী মোবাইল ফোন, নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
এ সময় তাদের আঘাতে ৮ম শ্রেণীর ছাত্র রুহান আলম (১৪) গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ৫ জানুয়ারী মঙ্গলবার দিবাগত গভীর রাতে ৮/১০ জনের একদল অস্ত্রধারী ডাকাত গজনাইপুর ইউপির শতক কামারগাওঁ গ্রামের শফিউল আলম বজলুর বাড়ির জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তাদের গ্রীল ভাঙ্গার শব্দে গৃহকর্তা বজলু ঘর থেকে বের হওয়া মাত্রই ডাকাত দল তাকে অস্ত্রের মূখে জিম্মি করে। পরে পরিবারের অন্যান্যদের সদস্যদের অন্য একটি রুমে আটকিয়ে জিম্মি করে রাখে। এক পর্যায়ে ঘরের আলমিরাতে রাখা ৩ ভরি স্বর্ণ, নগদ ২৫ হাজার টাকা, ৫০ হাজার টাকা মূল্যের দামী ৩টি মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদলের হামলায় স্কুল পড়ুয়া ছাত্র রুহান আলম গুরুতর আহত হয়েছে।
এ ব্যাপারে থানায় যোগাযোগ করলে বলা হয়- গোপলার বাজার তদন্ত কেন্দ্রের দারোগা আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।