মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দ দেয়া প্রতি সেট বইয়ের জন্য নেয়া হচ্ছে ৫শ ৫০ টাকা করে। এতে করে দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী বই ছাড়াই বাড়ি ফিরতে হয়েছে। ১ জানুয়ারী সরকার ঘোষিত বই উৎসবে ছাত্রছাত্রীদের হাতে এ বই বিনামূল্যে বিতরণের কথা থাকলেও চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ তা করেনি। ২ জানুয়ারী বই বিতরণ করা হবে বলে জানালেও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে বিনে পয়সায় বই তুলে দেয়নি। তাদেরকে বলে দেয়া হয়েছে ৫শ ৫০ টাকা জমা দিয়ে রশিদ নিয়ে আসলেই শুধুমাত্র বই দেয়া হবে। সরজমিনে চৌমুহনী খুর্র্শিদ স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা যায় ছাত্রছাত্রীদের কাছ থেকে ৫শ ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যারা টাকা দিতে পারেনি তারেদকে টাকা দিয়ে রশিদ কেটে বই নিতে বলে দেয়া হচ্ছে। শুক্রবার ১১টার দিকে জিভি সভাপতি মোঃ রহম আলীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ৪ টি শ্রেণীর ১৬ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বই বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে উপস্থিত শিক্ষার্থীরা বই না পেয়ে মলিন মুখে বাড়িতে ফিরতে দেখা যায় তাদের। অধ্যক্ষ মোঃ মোহন মিয়ার নিকট সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে না দেওয়ার কারন জানতে চাইলে তিনি জানান, বই সেট করা হয়নি এজন্য দেওয়া হয়নি। কবে বই পেয়েছেন জানতে চাইলে তিনি জানান, ৩/৪ দিন আগে উপজেলা থেকে বই আনা হয়েছে। শনিবার ও রবিবার প্রতি সেট বইয়ের জন্য ৫শ ৫০ টাকা করে নেয়ার কারণ জানতে চাইলে তাকে মোবাইলে পাওয়া যায়নি। জিভি সদস্য ডাক্তার এনামূল হক শাহারাজ জানান, তিনি ছাত্র- ছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার অনুরোধ করলেও কর্তৃপক্ষ তা মানেনি। ডাক্তার নারায়ন দত্ত জানান চরমভাবে সরকারি সিদ্ধান্ত অমান্য করা হয়েছে বছরের প্রথম দিনই ছাত্র-ছাত্রীদের মন ভেঙ্গে দেয়া হয়েছে। এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক জানান, তার কাছে অভিযোগ আছে প্রতি সেট বইয়ের জন্য ৫শ ৫০ টাকা করে নেয়া হচ্ছে। তবে এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে কি না জানতে চাইলে তিনি নিরব থাকেন। এ ব্যাপারে জিভির অপর সদস্য মাওলানা মোঃ মহিউদ্দিন জানান, শুক্রবারে বই উৎসবের কথা থাকলেও অধ্যক্ষ উনাদেরকে কিছুই জানায়নি। ৫শ ৫০ টাকা করে নেয়া হচ্ছে জানালে তিনি জানান, এ বিষয়টি সম্পূর্ণ অবৈধভাবে চাপে ফেলে ছাত্রদের কাছ থেকে আদায় করা হচ্ছে যা মোটেও যুক্তিসংগত নয়। বিষয়টি এলাকার হত দরিদ্র শিক্ষার্র্থীদের উপর বিরূপ প্রভাব ফেলবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম রব্বানি মজুমদার জানান, বই দেয়ার সঙ্গে ৫শ ৫০ টাকার কোন সম্পর্ক নেই। তবে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজ কোন বিষয়ের উপর রশিদ দিয়ে ৫শ ৫০ টাকা আদায় করছেন এ বিষয়টি আমার জানা নেই।