স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখাল ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় ধ্বসে পড়ে হতাহতের ঘটনা ঘটে নবীগঞ্জের সাথে হবিগঞ্জবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। কিন্তু ব্রীজের দুই পাশে নোটিশে লেখা রয়েছে ব্রীজটি ঝুঁকিপূর্ণ। ১০ টনের উপর কোন মালবোঝাই যানবাহন চলাচল করতে পারবে না। কিন্তু তা অমান্য করে প্রতিদিন ১৫-২০ টন মালবোঝাই যানবাহন চলাচল করছে। এতে করে যে কোন সময় ব্রীজটি বানিয়াচং শুটকি ব্রীজের মতো ভেঙ্গে পড়ে হতাহতের ঘটনাসহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এদিকে ওই ব্রীজটির নিচে স্লীপারসহ রেলিং ভেঙ্গে গেছে। স্লিপারের উপর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় ওই ব্রীজ দিয়ে অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল করছে।