স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় জনি মিয়া নামের ৩য় শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে। সে উপজেলার চরগাও গ্রামের মানিক মিয়ার পুত্র। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জনি স্কুল থেকে নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে উলেখিতস্থানে পৌছুলে হবিগঞ্জগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা করে। সিএনজিটি জনতা আটক করেছে।