সম্মানীত হবিগঞ্জ পৌরবাসী, সবাইকে সালাম, আদাব ও শুভেচ্ছা। একজন রাজনৈতিক কর্মী হিসেবে অবহেলিত হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশা ও ধর্ম-বর্ণের মানুষের সাথে কথা বলে এবং তাদের অনুপ্রেরণায় আমি নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নির্বাচনে আমাকে সহযোগিতা, চলার পথে সাহস যোগানো এবং প্রতিকূল পরিস্থিতিতে পাশে থাকায় সুশীল সমাজ, সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, ছাত্র, যুবক, মা ও বোনদের কাছে আমি কৃতজ্ঞ।
আমি বিশ্বাস করি, আপনারা আমাকে ভোট দিয়েছেন। কিন্তু কিছু দুস্কৃৃতিকারীর ভোটকেন্দ্র দখলের চেষ্টা, ভোটারদেরকে আতঙ্কগ্রস্থ করে রাখা, মামলার ভয় দেখানোর কারণে হবিগঞ্জ পৌরবাসীর আশার প্রতিফলন ঘটেনি। আমি যখন ভোট প্রার্থনায় বিভিন্ন এলাকায় যাই, তখন সকলেই আমার পরিচ্ছন্ন ইমেজ এবং কাজের প্রতি আন্তরিকতার জন্য প্রতিকূল পরিবেশ ও সমর্থন জানিয়েছেন। আপনারা একটি কথাই বলতেন, “আমরা দেব, সেই ভোট রক্ষা করার দায়িত্ব আপনার।” আমি কথা দিয়েছিলাম, যে কোন মূল্যে আপনাদের সেই ভোট রক্ষা করব। মিডিয়ার সৌজন্যে আপনারা দেখেছেন, আমি, আমার পরিবার, সমর্থক এবং আমার এলাকার সাধারণ মানুষগুলির মুখে দাঁড়িয়ে আপনাদের আমানত ‘ভোট’ রক্ষা করেছি। আর আপনাদের আমানত ‘ভোট’ রক্ষা করতে গিয়ে আমার সমর্থক অনেক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। যে কারণে আমরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারিনি।
প্রিয় শহরবাসী, আপনারা দেখেছেন ভোট আসলেই অনেকেই মাঠে নেমে যায় প্রার্থী হবে বলে। পরে আর তারা প্রার্থী হননা। কিন্তু, আমি কথার সাথে কাজের মিল রাখতে শত প্রলোভন ও হুমকির মুখেও আপনাদের পাশে ছিলাম। জনগণের প্রতি এটাই আমার প্রতিশ্র“তি। ভবিষ্যতেও সকলের সুখে-দুঃখে আমি আপনাদের পাশেই থাকব, ‘ইনশা-আলাহ’। দলমত নির্বিশেষে আমাকে সহযোগিতা করায় আমি, আমার পরিবার, শুভাকাংখী ও আমার গ্রাম উমেদনগর এলাকাবাসী আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।
মিজানুর রহমান মিজান