প্রেস বিজ্ঞপ্তি \ বাগজুর ইকরামুল মসলেমীন যুবসংঘের উদ্যোগে গত ১ জানুয়ারী বাগজুর স্কুল মাঠে এক বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আব্দুল লতিফ-এর সভাপতিত্বে এবং উক্ত সংগঠনের সভাপতি মোঃ আবু তাহের কদর আলীর পরিচালনায় এতে ওয়াজ ফরমান পীরে তরীকত মাওলানা অলিউর রহমান বরুনা, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, মুফতি আফতাবুজ্জামান, মাওলানা আব্দুল হালিম, মুফতি এনামুল হক নোমানী, মাওলানা তাজ উদ্দিন হাবীবী, মাওলানা জাবেদ আহমদ, ছাত্র নেতা মোঃ হাবিবুর রহমান জালাল, মাওলানা আতাউর রহমান। এছাড়া উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ছাত্র নেতা কাজী ফাবাস্সীর আহমদ, মোঃ আবু হানিফ, বানিয়াচং চেয়ারম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
মাওলানা আনোয়ার আলী তার বক্তৃতায় বলেন দেশে কুরআন ও হাদিসের শিক্ষার কোনো মূল্য নেই, মক্তবের মিয়াসাহেব, মসজিদের ইমাম সাহেব এর জন্য সরকারের কোনো বরাদ্দ নেই। অথচ কুরআনের শিক্ষা বাদ দিয়ে কোনো ভাল মানুষ গড়া সম্ভব নয়।