প্রেস বিজ্ঞপ্তি \ রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ এসএস আল আমিন সুমন পিএইচএফ রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ এর এসিস্ট্যান্ট গভর্ণর মনোনীত হয়েছেন। ৩২৮২ এর নবনিযুক্ত ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী পিএইচএফ ডাঃ সুমনকে এসিস্ট্যান্ট গভর্ণর হিসেবে মনোনীত করেন।
উলেখ্য, ডাঃ সুমন রোটারিয়ান ডাঃ মোঃ জমির আলী পিএইচএফ ও রোটারিয়ান তাহমিনা বেগম গিনির পুত্র। তিনি আরআই ৩২৮২ এর সার্জেন্ট এট আর্মস্ হিসেবে দায়িত্ব পালন করছেন।