প্রেস বিজ্ঞপ্তি \ বিশ্ব চরিত্র গঠন দিবস উপলক্ষে গতকাল শ্রী শ্রী মহাদেব শনিমন্দিরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে মন্দির প্রাঙ্গনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সন্ধ্যায় শনিমন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দিরের সভাপতি ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী দিলীপ কুমার আচার্য্য। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন সিভিল সার্জন দিপক কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অখুন্ড সংগঠনের পরিকল্পনা সম্পাদক হরেন্দ্র কুমার দাশ, হবিগঞ্জ ও মৌলভীর বাজারের অখুন্ড সংগঠনের সাধারণ সম্পাদক প্রীতি রঞ্জন আচার্য্য। বক্তব্য রাখেন এডঃ জন্টু দেব, হাফেজ মোঃ রমজান আলী, বিশ্বজিত দাশ, দুলাল চন্দ্র দাশ।
বক্তাগণ ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে সু-চরিত্র প্রতিষ্ঠিত করার আহŸান জানান। ১লা জানুয়ারীকে রাষ্ট্রীয় পর্যায়ে চরিত্র গঠন আন্দোলন দিবস হিসেবে ঘোষনার জন্য প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।