এক্সপ্রেস ডেক্স \ ‘আজি এ ঊষার পুণ্য লগনে, উদিছে নবীন সূর্য গগনে।’ পুব আকাশের তমসা আর ঘন কুয়াশা সরিয়ে উদ্ভাসিত নতুন সূর্য সব জরা-জীর্ণতাকে পিছনে ফেলে আরো একটি নতুন বছরের সূচনা করলো। স্বাগত ২০১৬। খ্রীস্টিয় নববর্ষের প্রথম দিন আজ। হ্যাপি নিউ ইয়ার। থার্টি ফাস্টে বিশ্বের কোটি কোটি মানুষ পরমানন্দে ২০১৬ সালকে বরণ করেছে। আজ নতুন দিনের নতুন সূর্যালোকে স্নান করে সিক্তহবে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষ। বিগত বছরের সব কালিমা ধুয়ে মুছে নতুনের কেতন ওড়াতে ওড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। অনাবিল স্বপ্ন আর অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। বিগত সময়ের সব ভুল শুধরে নেবার সময় এসেছে আজ। শান্তিকামী মানুষদের তাই প্রার্থনা, আর কোন সহিংসতা নয়, কোন হত্যা, খুন কিংবা রাহাজানি নয়। ২০১৬ সাল হবে শান্তির বীজ বপনের সাল। অস্ত্রের মহড়া হবে না, থেমে যাবে সব যুদ্ধ-সন্ত্রাস।