বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

আজ ইজতেমা মাঠে জেলার বৃহত্তম জুমার নামাজ

  • আপডেট টাইম শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা ইজতেমা উপলক্ষে আজ জেলা ও আশপাশের জেলার মধ্যে বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। এই বৃহত্তম জুমার জামাত ও ইজতেমায় শরিক হতে জেলার নানান প্রান্থ থেকে ধর্মপ্রাণ মুসলি­রা গতকাল বৃহস্পতিবার রাত থেকেই ময়দানে আসা শুরু করেছেন। ময়দানে জুমার জামাতে ইমামতি করতে পারেন তাবলীগ জামাতের বিশ্ব আহলে সূরা কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবাইর আহমদ। জুমার নামাজে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মুসলি­রা অংশ গ্রহণ করবেন। নামাজ শেষে তারা ইজতেমার বয়ানে শরীক হবেন। দুপুর ১টা ১৫ মিনিটে সুলতান মাহমুদপুর মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে এবং এর ১৫ মিনিট পর মূলময়দানে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। গতকাল বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বয়ান করেন হবিগঞ্জ জেলা তাবলীগ মারকাজের আহলে শূরা মাওঃ আব্দুল সামাদ চৌধুরী। বাদ যোহর বয়ান করেন, তাবলীগের আহলে শূরা হযরত মাওঃ আব্দুল মতিন। বাদ এশা বয়ান করেন, তাবলীগের কেন্দ্রীয় আহলে শূরা মাওঃ উমর ফারুক। ইজতেমাকে ঘিরে গতকাল হবিগঞ্জ শহরমুখী মানুষের ঢল নেমেছিল। লাখো লাখো মুসলি­ আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, মাধবপুর, লাখাই ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন। এছাড়াও কিশোরগঞ্জ, বি. বাড়িয়া, সুনামগঞ্জ জেলার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলি­ বাস, মেক্সি, টেম্পু, জিব গাড়িসহ বিভিন্ন প্রকার যানবাহন রিজার্ভ করে আসতে থাকেন। দল বেধে ৩দিনের জন্য হাড়ি পাতিল, বিছানাসহ জেলার অধিকাংশ মসজিদ থেকে মুসলি­রা জামাতবন্দি হয়ে ময়দানে হাজির হয়েছেন। গতকাল সকাল থেকে জেলার প্রতিটি রাস্তায় হাজার হাজার মানুষের ঢল চোখে পড়ে। সাদাটুপি, পাঞ্জাবি, পাগড়ীর শহরে পরিনত হয় হবিগঞ্জ শহর। তাবলীগ কর্তৃপক্ষ ও জেলা মার্কাজের পক্ষ থেকে কোন প্রকার পোষ্টার, মাইকিং, লিফলেট, প্রচারপত্র, বেনার বা কোন প্রকার ফেস্টুন দেওয়া হয়নি। ইজতেমা উপলক্ষে কেবল তাবলীগী সাথীদের রাতদিন নিরব মেহনতের মাধ্যমে মানুষের ভিতর ইজতেমাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছেন। ইজতেমার ১ম দিনেই বয়ানশুনে অনেক মুসলি­ আল­াহর রাস্তায় যাওয়ার জন্য চিল­ায় নগদ নাম লিখিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com