সম্মানীত হবিগঞ্জ পৌরবাসী, সবাইকে সালাম, আদাব ও শুভেচ্ছা। একজন রাজনৈতিক কর্মী হিসেবে অবহেলিত হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশা ও ধর্ম-বর্ণের মানুষের সাথে কথা বলে এবং তাদের অনুপ্রেরণায় আমি নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। নির্বাচনে আমাকে সহযোগিতা, চলার পথে সাহস যোগানো এবং প্রতিকূল পরি¯ি’তিতে পাশে থাকায় সুশীল সমাজ, সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, ছাত্র, যুবক, মা ও বোনদের কাছে আমি কৃতজ্ঞ।
আমি বিশ্বাস করি, আপনারা আমাকে ভোট দিয়েছেন। কিন্তু কিছু দু®কৃতিকারীর ভোটকেন্দ্র দখলের চেষ্টা, ভোটারদেরকে আতঙ্কগ্রস্থ রাখা, মামলার ভয় দেখানোর কারণে হবিগঞ্জ পৌরবাসীর আশার প্রতিফলন ঘটেনি। আমি যখন ভোট প্রার্থনায় বিভিন্ন এলাকায় যাই, তখন সকলেই আমার পরিচ্ছন্ন ইমেজ এবং কাজের প্রতি আন্তরিকতার জন্য প্রতিকূল পরিবেশ ও সমর্থন জানিয়েছেন। আপনারা একটি কথাই বলতেন, “আমরা দেব, সেই ভোট রক্ষা করার দায়িত্ব আপনার।” আমি কথা দিয়েছিলাম, যে কোন মূল্যে আপনাদের সেই ভোট রক্ষা করব। মিডিয়ার সৌজন্যে আপনারা দেখেছেন, আমি, আমার পরিবার, সমর্থক এবং আমার এলাকার সাধারণ মানুষগুলির মুখে দাঁড়িয়ে আপনাদের আমানত ভোট রক্ষা করেছি।
প্রিয় শহরবাসী আপনারা দেখেছেন ভোট আসলেই অনেকেই মাঠে নেমে যায় প্রার্থী হবে বলে। কিন্তু ভোটারদেরকে বিভ্রান্ত করে বিভিন্ন অজুহাতে তারা মাঠ থেকে সরে যায়। কিন্তু আমি কথার সাথে কাজের মিল রাখতে শত প্রলোভন ও হুমকির মুখেও আমি আপনাদের পাশে ছিলাম। জনগণের প্রতি এটাই আমার কমিটমেন্ট। ভবিষ্যতেও সকলের সুখে-দুঃখে আমি আপনাদের পাশেই থাকব, ‘ইনশা-আলাহ’। দলমত নির্বিশেষে আমাকে সহযোগিতা করায় আমি, আমার পরিবার, শুভাকাঙ্খী ও আমার গ্রাম উমেদনগর এলাকাবাসী আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।
মিজানুর রহমান মিজান