স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জলসুখা পাঠলিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মমিন উলাহ ও রহমত উলার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ ১০জন আহত হয়। আহতদের মধ্যে মালেকা (২৮), শাহানুর (৩০) ও বেনু (৩৫)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।