নবীগঞ্জ প্রতিনিধি \ প্রাথমিক সমাপনী পরীক্ষায় নবীগঞ্জে পাসের হার ৯৬.৫৪%। উপজেলার মোট ৪১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৮২৩জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৪২৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ পেয়েছে ১১৫ জন। উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ১৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৪০৭৯ শিক্ষার্থী অংশ নিয়ে ৩৯৩৮ জন উত্তীর্ণ হয়। জিপিএ ফাইভ পেয়েছে ৫৭ জন। পাশের হার ৯৬.৫৪%। ২২টি মাদ্রাসা থেকে ইবতেদায়ি পরীক্ষায় ৫৫১ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫০৮ জন। পাশের হার ৯২.১৯%। কোন শিক্ষার্থী জিপিএ পায়নি। ব্র্যাক পরিচালিত ৯০টি বিদ্যালয় থেকে ১৬৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৬৭৯ জন। জিপিএ পেয়েছে ২০জন। পাশের হার ৯৯.৭৬%। এনজিও পারিচালিত ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান (শিখন ও বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে ১৯৬৩জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৬৭৯ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৯.৬৬%। কোন শিক্ষার্থী জিপিএ পায়নি। উপজেলায় মোট ৪১টি কিন্ডারগার্টেন থেকে ৪৩৮জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৪৩১জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৮.৪০%। জিপিএ পেয়েছে ২৮টি। অর্ধশতাধিক শিক্ষার্থী পরিবেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের জন্য জিপিএ থেকে বঞ্চিত হয়। এনিয়ে শিক্ষা কর্মকর্তা আবদুল রাজ্জাক বলেন, লিখিত আবেদনের ভিত্তিতে খাতা পুনরায় মূল্যায়নের সুযোগ রয়েছে।