এক্সপ্রেস ডেস্ক \ মহান আলাহ তায়ালা নভোমÐল ও ভ‚মÐলে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু থেকেই মহানবী সা. সর্বোত্তম। এমনকি তাঁকে যে উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে তা আলাহ তায়ালার আরশে আজিম থেকেও উত্তম। তিনি মহোত্তম আদর্শের অধিকারী। তিনি সকল মানবজাতির জন্য শ্রেষ্ঠতম পথিকৃৎ। তিনি সর্বপ্রথম মহাশূন্য ভ্রমণ করেছেন। তিনি সাইয়িদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুলিল আলামিন। তিনি সকল বিশ্ব মানবের কল্যাণের জন্য প্রেরিত। মহানবী সা. যে সর্বশ্রেষ্ঠ তা সুস্পষ্ট হয়ে উঠেছে হাদিসের বর্ণনায়।
যেমন, বিখ্যাত সাহাবি হযরত আনাস রা. বর্ণনা করেন, ‘আমি কোনো কস্তুরি, কোন আম্বর, কোন সুগন্ধি বস্তু রাসুল সা. অপেক্ষা অধিকতর খুশবুদার পাইনি। যদি কারো সাথে তিনি মোসাফাহা করতেন তবে সারাদিন ওই ব্যক্তির হাতে তাঁর মোসাফাহার খুশবু লেগেই থাকতো। আর যদি কোনো শিশুর মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন তবে খুশবুর কারণে ওই শিশু হাজারো শিশুর মাঝে অত্যন্ত সহজে পরিচিত হতো।’ তিরমিযি
প্রিয়নবী সা. একবার হযরত আনাস রা. এর ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। প্রিয়নবী সা. এর দেহ মোবারক ঘর্মাক্ত হয়ে উঠল। হযরত আনাস রা. এর মা তাঁর ঘাম মোবারক একটি শিশিতে ভরে নিচ্ছিলেন। রাসুল সা. তাকে জিজ্ঞেস করলেন, তুমি কী করছো? তিনি জবাব দিলেন, হুজুর আমরা আপনার মোবারক ঘামকে আমাদের সুগন্ধির সঙ্গে মিশ্রিত করবো। কেননা, আপনার এই মোবারক ঘাম সর্বোত্তম সুগন্ধি।’ তিরমিযি