এক্সপ্রেস ডেস্ক \ সিঙ্গাপুরের নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা প্রায় মানুষের মতো দেখতে নাদাইন নামে একটি রোবট তৈরি করেছেন।
নাদাইন নানইয়াং বিশ্ববিদ্যালয়ের রিসেপশনিস্ট হিসেবে কর্মরত রয়েছে। রোবটটির আবিষ্কারকরা বিশ্বাস করেন, তাদের এই আবিষ্কার শিশু এবং বৃদ্ধদের সেবাযতেœর ক্ষেত্রে নতুন পথ তৈরি করবে।
নাদাইন হাসতে এবং অতিথিদের অভ্যর্থনা জানাতে সমর্থ। সে পূর্বে অনুষ্ঠিত কথোপকথনও স্মরণ করতে সক্ষম।
কি এই রোবট রিসেপশনিস্ট অতিথিদের দিকে তাকিয়ে হাসতে এবং তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতেও সক্ষম। সে মানুষের সাথে করমর্দন করতে এবং হাত নাড়িয়ে বিদায়ও দিতে পারে।