এক্সপ্রেস ডেস্ক \ পৌর নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের জঙ্গি হামলার ‘আশংকায়’ বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। গতকাল মঙ্গলবার জেলার পুলিশ সুপারদের এ সংক্রান্ত নির্দেশ প্রদান করা হয়। নির্বাচন উপলক্ষে পুলিশ সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। তদারকিতে পুলিশ সদর দফতরের একজন ডিআইজির নেতৃত্বে রয়েছেন ৭ জন এআইজি। একই ভাবে মনিটরিং সেল খোলা হয়েছে প্রতিটি জেলায়। কোনো এলাকায় কোনো ধরনে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে মনিটরিং সেলের মাধ্যম্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।