স্টাফ রিপোর্টার \ নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চালানোর অভিযোগে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর দিবাগত মধ্য রাত থেকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার সকালেও নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়। এ অভিযান ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।
পুলিশ জানায় যে গুলো আটক করা হয়েছে তা ৩১ ডিসেম্বর যাচাই বাছাই করে ছেড়ে দেয়া হবে। গতকাল মধ্যরাত থেকে আজ মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।