স্টাফ রিপোর্টার \ বিশেষ ক্ষমতা আইনে আটক হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক ও হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম জামিন লাভের পর পুনরায় জেল গেইটে আটক করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সেলিমকে তার সিনেমা হলের বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। গত রবিবার তার জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিকে জামিনে কারাগার থেকে মুক্তি লাভের পূর্বেই পুলিশ অপর একটি মামলায় সেলিমকে শোন এরেষ্ট দেখিয়ে কাগজ জেল গেইটে প্রেরণ করে। ফলে জামিন লাভের পরও সেলিম কারাগার থেকে মুক্তি পান নি।