প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে ভোট চাইলেন জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আলেয়া জাহির। গতকাল সোমবার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে পৌর এলাকার রাজনগর, কবরস্থান সড়ক, এতিমখানা সড়কসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এ সময় পৌর এলাকার রাস্তাঘাট মেরামতসহ হবিগঞ্জকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে আতাউর রহমান সেলিমকে নির্বাচিত করার অনুরোধ জানান আলেয়া জাহির।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আরা, সাবেক ভাইস চেয়ারম্যান হেনা বেগম, জাহেনারা আক্তার বিউটি, রোকেয়া খাতুন রুকু, ইসমত আরা জলি, মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের স্ত্রী শিরিন রহমান তালুকদার, নিলুফা রহমান, আবিদা খাতুন, শাহানারা চৌধুরী, তাহেরা চৌধুরী, ডলি আক্তার, রানু আক্তার, নাজমা আক্তার, মাহবুব আহমদ তফুরা, হাসিনা আক্তার, লাইলী বেগম, শান্তি রাণী দাশ, শাম্মী আক্তার, জ্যোৎস্না আক্তার, পারুল বেগম, সাবিনা ইয়াসমিন, রোকেয়া আক্তার, সেতু বেগম প্রমুখ।