প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে গতকাল সোমবার প্রচারনার শেষ দিনে শত শত সমর্থক নিয়ে শোডাউন, পথসভা ও গনসংযোগ করেছেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী এটিএম সালাম।
এটিএম সালামের নেতৃত্বে তার নির্বাচনী এলাকায় বিশাল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বার বার নির্বাচিত কাউন্সিলর এটিএম সালামের শত শত সমর্থকের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে তার নির্বাচনী এলাকা। এটিএম সালামের প্রতীক টেবিল ল্যাম্প।
এদিকে, নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের নতুন নতুন কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আলোচনার কোন শেষ নেই। ওই ওয়ার্ডে সরজমিনে গিয়ে দেখা গেছে- নতুন ৩ কাউন্সিলর প্রার্থীকে নিয়ে চলছে চুল ছেড়া বিশ্লেষণ। পৌরসভার পিরিজপুর, রাজাবাদ ও হরিপুর নিয়ে গঠিত এই ৫ নং ওয়ার্ড। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা-১৫৮৫ জন। এবার নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
তবে বার বার নির্বাচিত কাউন্সিলর এটিএম সালাম সামাজিক ও সেবামুলক কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে জনগণের ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। এ অবস্থায় সালামের নির্বাচনী ভীত নাড়তে অপর প্রার্থীদের বেগ পেতে হচ্ছে।