নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে পৌর নির্বাচনকে সামনে রেখে ভ্রাম্যমান আদালল পরিচালনাকালে ২০টি মোটর সাইকেল আটক করা হয়েছে। গত রবিবার মধ্য রাত থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও মোটর সাইকেল ব্যবহার করার সময় নবীগঞ্জ শহর থেকে ২০টি মোটর সাইকেল আটক করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃতে ও নবীগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে উলেখিত সংখ্যক মোটর সাইকেল আটক করা হয়।