স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুরে ইজতেমায় আসার পথে গ্যাস চালিত টমটম অটোরিক্সা উল্টে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে লাখাই-হবিগঞ্জ সড়কের ধল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুত্র জানায়, বেলা ১১টার দিকে বুলা থেকে একটি গ্যাসচালিত টমটম অটোরিক্সা যাত্রী নিয়ে হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুরে অনুষ্ঠিত ইজতেমায় যোগ দেয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে উলেখিতস্থানে পৌছুলে টমটমটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় মোশারফ (১৮), জুয়েল (২০), প্রিয় (১৮), বোরহান (১৬), শামীম (১৬), খায়রুল (২০), কাওছার (১৫), আব্দুলা (১৪) ও রবিউল (১৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর টমটম চালক পালিয়ে যায়।