প্রেস বিজ্ঞপ্তি \ মাধবপুর পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিকের পক্ষে হবিগঞ্জের আইনজীবি ফোরামের নেতৃবৃন্দ ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার বিকাল ৪টায় আইনজীবি ফোরামের নেতা হবিগঞ্জ বার লাইব্রেরীর সভাপতি এডঃ সালেহ আহম্মদ’র নেতৃত্বে আইনজীবি ফোরামের নেতৃবৃন্দ পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন এডঃ রমিজ আলী, আবু তাহের, এডঃ জসিম উদ্দিন, এডঃ সাজিদ, এডঃ ইয়ারুল, মাধবপুর পৌর বিএনপির সভাপতি ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, হাজী অলি উলাহ, সুমন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, মশিউর রহমান বাদশা, এনায়েত উলাহ, কবির চৌধুরী, এমদাদুল হক সুজনসহ শতার্ধিক নেতাকর্মী গণসংযোগে অংশ গ্রহন করেন।