চুনারুঘাট প্রতিনিধি \ গতকাল চুনারুঘাটে সম্ভাব্য এক ইউপি মেম্বার প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানোর কারনে স্থানীয় লোকজন প্রতিবাদ সভা করেছে। উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের আজিম উদ্দিন টিলা নামক স্থানে আব্দুল মতিনের সভাপতিত্বের ওই প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, আব্দুল মালেক, আব্দুল হাই, ছাদেক মিয়া, হোসেন আলী, ইয়াকুব আলী প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী রফিক মিয়া পশ্চিম ডুলনা, হাপ্টার হাওর, উত্তর ডুলনা ও গনকীরপাড় গ্রামে বিদ্যুৎ সরবাহ নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যেই ডিও লেটার এনেছেন। আগামী কয়েক মাসের মধ্যে এলাকার ৪/৫টি গ্রামের বিদ্যুতের খুটি স্থাপনের কাজ শুরু হবে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল রফিক মিয়ার বিরুদ্ধে নানা অপ প্রচার চালিয়ে তাকে এলাকাবাসির কাছে বিতর্কিত করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছে। বক্তরা বলেন, স্থানীয় একটি পত্রিকায় রফিক মিয়া ও আলী হুসেনের নামে যে সংবাদ ছাপা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত। তারা ওই মিথ্যা সংবাদেরও তীব্র নিন্দা জানান।