বিশেষ প্রতিনিধি \ দেশের প্রত্যন্ত অঞ্চলে আত্মাহুতি ও বোমাবাজির প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি আয়োজিত মসজিদের মুতোওয়ালী, ইমাম, মোয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের এক ব্যতিক্রমধর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় এলসিবিসিই এর ত্রৈমাসিক অগ্রগতি সভাটি অবশেষে মসজিদের মুতোওয়ালী, ইমাম, মোয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক ও স্বাস্থ্য বিভাগের সমাবেশে পরিণত হয়েছিল। সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ জেলা সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান।
দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদে অত্মাহুতির প্রতিবাদ ও ঘৃণ্য অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে গণপ্রতিরোধে করণীয় ও জনসচেতনা বৃদ্ধির আহŸান জানিয়ে বক্তৃতা করেন প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা শফিকুর রহমান, মাওলানা বশির উদ্দিন, মাওলানা আব্দুল মোছাব্বির, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মোবাশ্বির আহমদ, মাওলানা রওশান ইজদানী, মাওলানা আবুল কাসেম, ক্বারী আব্দুল খালেক, সৈয়দ এখলাছুল মোমেনীন, মোস্তাফিজুর রহমান, হাফেজ রুহুল আমীন, হাফেজ খলিলুর রহমান, কবির মিয়া, মামুন রশিদ, এসএম নাছির উদ্দিন, হারুন অর রশিদ মাওলানা আব্দুল আলী, আব্দুল হামিদ খান, হাজী হাবিবুর রহমান, ওলিউর রহমান সবুজ, আব্দুছ ছামাদ মাস্টার, শামছুর রহমান, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, মেম্বার নুরুল ইসলাম, ইউ.পি সচিব মোঃ জিলু মিয়া, টিসি বুলবুল ধর, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী প্রমুখ।