স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোঃ নাছির উদ্দিন ভূইয়ার পদোন্নতি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবাধায়ক ডাঃ অরুণ কুমার পাল, হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন, জেলা বিএমএ’র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ। নিখিল রঞ্জন সর্মার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ডাঃ সৈয়দ মুজিজুর রহমান পলাশ, ডাঃ মোঃ মখলিছুর রহমান, ডাঃ গোলাম মহিউদ্দিন, ডাঃ মোঃ বদিউল আলম, মোঃ আব্দুল হান্নান, মোঃ ফরিদ আহমেদ, মোঃ শাহ্ আলম, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন প্রমূখ। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিদায়ী সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।