প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ শহরের এক ঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত দূরদৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর বানিয়াচং উপজেলার কালাইনজুরা, কদুপুর, রাজাপুর ও বেতকান্দি গ্রামের চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে কদুপুরের পঞ্চায়েত প্রধান মোঃ মামুন মিয়া, মেম্বার নিজাম উদ্দিন, নুরুল হক কাজল, সাইফুল ইসলাম সেফুল, ও দূরদৃষ্টির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অদিকে একই দিন দূরদৃষ্টির আয়োজনে ও হবিগঞ্জ ডিষ্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউ.কে) এর অর্থায়নে বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের শতাধিক পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেম্বার লুৎফুর রহমান, লুৎফুর রহমান আখঞ্জী, আব্দুল কাইয়ুম, মহিবুর রহমান ও দূরদৃষ্টির সদস্যবৃন্দ।