স্টাফ রিপোর্টার \ বানিয়াচঙ্গে হামিদা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বানিয়াচং উপজেলার উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্টানে হামিদা রউফ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সভাপতি আবু ছলেকের সভাপতিত্বে ও ছালিক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মোঃ জালাল উদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হাবিবুর রহমান, ৮নং খাগাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারিক, শাহ শওকত সেলিম, কৃষকলীগ নেতা হাজী জাহাঙ্গীর আলম, ফরহাদ আহমদ বখত, খালেদ, কালাম, সিহাব, অলিউর, তুহিন। এছাড়াও অনুষ্টানে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।