প্রেস বিজ্ঞপ্তি \ টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে হবিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন কাউন্সিলর প্রার্থী মোঃ জাহির উদ্দিন। গতকাল ওয়ার্ডের যশের আব্দা, খাদ্যগুদাম রোড, কামড়াপুর, বগলাবাজার, পুরান বাজার, কুড়িহাটি, দানিয়ালপুর ও উমেদনগর এলাকায় গনসংযোগ করেন ২ বারের নির্বাচিত কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ সফিক মিয়া, মোঃ ওসমান মিয়া, মোঃ রুস্মত আলী, মোঃ নাছির উদ্দিন, আব্দুর রউফ, জনাব আলী, মোঃ আব্দুন নূর খান, উত্তম বণিক, সৈয়দ ইব্রাহীম কামাল, মোঃ মনু মিয়া, আব্দুল কাদির, তাজ উদ্দিন আহমেদ বাবুল, আব্দুল বারিক, ইজ্জত আলী, নেপাল বণিক, মোঃ ইয়াছিন মিয়া, দ্বিজু বণিক, জন্টু দেব, নিখিল পাল, যুব বণিক, রূপক দেব, অনজিৎ বণিক প্রমুখ।