প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জ পৌর কৃষকলীগের উদ্যোগে গতকাল শনিবার নবীগঞ্জ বাজারে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে। এসময় তাদের সাথে ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ১নং ইউপি চেয়ারম্যান সমর চন্দ্র দাশ। পৌর কৃষলীগের সভাপতি প্রমথ বেনু, সিনিয়র সহ-সভাপতি পিন্টু দাশ, দিপংকর রায়, সাধারণ সম্পাদক আব্দুন নূর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বনবীর দাশ সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাছান লিটন, নিতাই আচার্য্য, অর্থ সম্পাদক শ্রীবাস পাল, দপ্তর সম্পাদক কান্তি তালুকদার, আব্দুল হক, মোঃ মঈনুল ইসলাম চৌধুরী, তকদির চৌধুরী, সুজন রায়, শৈলেন দত্ত, সুবিনয় রায়, আবু শ্যামা, টিংকু দাশ, পরেশ রায়, শিলাপদ দাশ প্রমুখ। এসময় নেতৃবৃন্দ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটরদের কাছে নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন।