প্রেস বিজ্ঞপ্তি \ ১২ রবিউল আউয়াল শরীফে সর্ব প্রথম বাংলাদেশে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপনের জন্য যিনি ঐতিহাসিক নির্দেশ দিয়েছিলেন সেই আওলাদে রসুল হযরতুল আলামা হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ (রঃ) এর প্রতিষ্ঠিত গাউছিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্দেশে হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গত শুক্রবার সকালে শায়েস্তানগর গাউছিয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসা ময়দান থেকে এক আজিমুশশান জশনে জুলুছ বের করা হয়। সাবেক সংসদ সদস্য এডঃ চৌধুরী আব্দুল হাই ও গাউছিয়া কমিটির দায়িত্বশীলদের নেতৃত্বে জুলুছ পরবর্তী মাহফিলে অধ্যক্ষ গোলাম সরওয়ার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওঃ আব্দুল মালিক, মাওঃ আব্দুল আলীম, মাওঃ কাজী ফজলুল হক, মাওঃ কাজী সাইফুল মস্তফা, মাওঃ মঈন উদ্দিন আশরাফী, মাওঃ আজিজুল ইসলাম খাঁন, মাওঃ হাবিবুর রহমান, মোঃ আইয়ুব আলী, আলহাজ্ব হারুনুর রশিদ, মোঃ লুৎফুর রহমান, নুরুল ইসলাম ও আব্দুল আজিজ প্রমুখ।
সভাপতি চৌধুরী আব্দুল হাই ঠান্ডা উপেক্ষা করে দুর দুরান্ত থেকে জুলুছে শরীক হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।